কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে শুক্রবার (২৪ জানুয়ারি) জেলা জামায়াতের কর্মী সম্মেলনকে যথাযথভা সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কলেজ মাঠ পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি সরকারি কলেজ মাঠে এসে সার্বিক খোঁজ খবর নেন।
সরকারি কলেজ মাঠ পরিদর্শনের সময় আরও ছিলেন রংপুর, দিনাজপুর অঞ্চল পরিচালক গোলাম রব্বানী, জেলা জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, জেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য এডভোকেট ইয়াছিন আলী সরকার, পৌর জামায়াতের আমীর মো. আব্দুস সবুর খান এবং সেক্রেটারী মতিউর রহমান প্রমুখ।
এ সময় তিনি উপস্থিত জামায়াতের নেতা কর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মত বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
জামায়াত সূত্রে জানা যায়, তীব্র ঠান্ডা উপেক্ষা করে জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলায় আমিরসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পোস্টারিং কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রয়েছে।