বরগুনার বামনায় গত একমাস ধরে বামনা উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে, দক্ষিণ ডৌয়াতলা প্রবাসীর বাড়িতে ডাকাতি করে প্রবাসীর মাকে হত্যা করেন ডাকাত দল।
উত্তর ভাইজোরা ইউনুছ খানের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয় , এসময় পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান মালামাল নিয়ে যায়। শামীম খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ডাকাত দল।
উপজেলার খোলপটুয়া ছগির নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মো রাসেল হাওলাদার ও মো রুবেল বলেন। উপজেলার মানুষের জানমাল রক্ষার্থে থানা থেকে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পাহাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়।