টাঙ্গাইলের মির্জাপুরে স্টেশনারী দোকানে সার বিক্রির অভিযোগে ৩০ বস্তা সার জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জয় সরকার এই সারগুলো জব্দ করেন।
কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা বাসস্ট্যান্ড এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তির স্টেশনারী দোকানে খোলা বস্তায় সার বিক্রি করছিলেন। খবর পেয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩০ বস্তা সার জব্দ করে কৃষি কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।
আরো জানা যায় যে, উপজেলার পাকুল্যা এলাকার সারের ডিলার রেমন ট্রেডার্স এর ব্যবস্থাপক মুসলিম উদ্দিন অন্য জায়গা থেকে সার কিনে সাইফুল ইসলামের দোকানে রেখে বিক্রি করছিলেন।
এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন দৈনিক যায় যায় সময়কে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরুরীভাবে সারগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।