জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে ৩০ জানুয়ারী দুপুরে দীর্ঘ ১৫ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ শফিকুর রহমান তিনি বলেন- অন্তর্বতীকালীন সরকারের প্রতি প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট প্রদান করার আহ্বান জানান, মানবিক বাংলাদেশ গড়তে ক্ষুধা, বেকার, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরী করতে হবে।
বিগত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনহারে মানুষ হত্যার বিচারের আহব্বান ও জানান। ফ্যাসিস্ট আওয়ামীলীগ ব্যাপক হারে মানুষ হত্যা করেছে এ গনহত্যার বিচার করতে হবে- তিনি আরো বলেন মানুষের অধিকার ফিরে আনতে হবে যারা লন্ঠনকারী তাঁদের কে ক্ষমতায় আনা যাবে না। জামায়াত একটি মানবিক, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে চায় সে জন্য, দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই। তাই আগামীতে দূর্নীতিবাজরা আবারো ক্ষমতায় আসতে না পারে সে জন্য সজাগ থাকার আহব্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন- স্বৈরাচার শেখ হাসিনা ছেচরা চোরের মত দেশ ছেড়ে ৩শত এম মন্ত্রীই পালিয়ে গেছে। তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে, তারা যেখানেই থাক তাদের দেশে ফিরে এনে বিচার ব্যবস্থার আহব্বান জানান। সরকারের উদ্দেশ্যে বলেন এখনো ফ্যাসিবাদের দোসররা সরকারে ঘামটি মেরে আছে তাদের ও চিহ্নিত করে বিচার করতে হবে। ভোটার তালিকা প্রসংগে বলেন ২ কোটি ভোটার তালিকা সংশোধন করুন, সঠিক ভাবে নতুন ভোটার তালিকা হালনাগাদ করনের জন্য আহব্বান জানান।
এছাড়াও সন্মেলনে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওঃ মোঃ আব্দুর রহিম, কেন্দ্রীয় শুরা সদস্য অঞ্চল টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমীর শাহীনুর আলম, বগুড়া শহর জামায়াতের আমীর মোঃ আবিদুর রহমান সোহেল, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী ডঃ মোঃ এনামুল হক, জয়পুরহাট জামায়াতের সহকারি সেক্রেটারী মোঃ হাসিবুল আলম লিটন, এ্যাডঃ মোঃ মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক চেয়ারম্যান প্রভাষক আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন, সদর আমীর মোঃ ইমরান হোসেন, কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, আক্কলপুর আমীর শফিউল হাসান দিপু,পাঁচবিবি আমীর ডাঃ মোঃ সুজাউল ইসলাম, জামায়াত নেতা ফেরদৌস হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান, শিবির সভাপতি জুয়েল হোসেন, সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক, শ্রমিক কল্যান ফেডারেশন সাধারন সম্পাদক এ্যাডঃ আসলাম হোসেন, জয়পুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শ্রী তাপস কুমার মন্ডল।
সন্মেলনটি সার্বিকভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া