বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মির্জাপুর থানা শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস সড়ক থেকে ১২ ঘটিকার সময় এই বর্ণাঢ্য র্যালি বের হয়।
মির্জাপুর বাইপাস মোড় থেকে শুরু করে, কালিবাড়ী রোড, পুরাতন বাস স্ট্যান্ড, শেখ রাসেল স্টেডিয়াম মাঠ, কলেজ রোড, পুরাতন শহীদ মিনার এসে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা শাখার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি, মেরাজ মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি, আরাফাত প্রমুখ
উক্ত বক্তারা বিগত দিনের ক্ষমতাসীন দলের বিভিন্ন অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে জামাতে ইসলামী বাংলাদেশকে অন্যায় ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল বলে বক্তব্যে উল্লেখ করেন। বক্তারা আরো বলেন যে , দেশের কোথাও কোন প্রকার চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না বলে জানান।