৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজৈর উপজেলার টেকেরহাট তালুকদার ডিজিটাল কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ফারিয়ার নবনির্বাচিত সভাপতি শফিক রহমান ও সাধারন সম্পাদক সরদার কামাল হোসেনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান।
“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, রাজৈর উপজেলা মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত ও মাজহারুল হক খান এর সভাপতিত্বে এবং কাজী বেলায়েত হোসেনের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, শফিক রহমান সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া।
বিশেষ অতিথি ছিলেন, সরদার কামাল হোসেন, সাধারন সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া। মোস্তাফিজুর রহমান সাবেক,সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া মোঃজুয়েল খান, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, কেন্দ্রীয় ফারিয়া, মোঃ নুরুল হক খান, সাবেক উপদেষ্টা, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া, বাবু সহদেব মন্ডল,সাবেক উপদেষ্টা, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,রাজৈর মডেল ফারিয়ার সকল সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিক গন।আলোচনা অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হয়।