বিএনপির পূর্ব ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার ডোমারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই ফেব্রুয়ারী) বিকালে শহরের বাটার মোড় থেকে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে কর্মী সমাবেশে মিলিত হয়।
উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু।
উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথির সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে নেতা-কর্মীদের বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল বারী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অনিতা রাণী দাসসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে জিয়া পরিবারের অন্যতম সদস্য ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে জনমত গড়ে তুলতে দলের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা।