1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে নিয়ামতপুরে  বিক্ষোভ মিছিল নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বদলে গেল পুলিশের লোগো বাদ গেল নৌকা কাশিমপুরে বনের জমিতে ফ্যাক্টরি নির্মাণ,নজরদারি নেই বিট কর্মকর্তার গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বরগুনার বামনায় এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ  নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি, নিহত ২

মুরাদনগরে তাহেরী আসার খবরে এলাকায় রণক্ষেত্র আহত ১০

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, আমপাল গ্রামের নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টায় উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকির বাড়ীতে আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার তাহেরীর আগমনকে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। শুক্রবার এশার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ীর সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়।

এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হন।
মিছিলকারী হানিফ মাঝি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করে।আমরা এর বিচার চাই।

মাহফিলের আয়োজক রবিউল বলেন, মিছিল নিয়ে মাজার ভেঙ্গে দিতে আসছে এমন খবরে নারী পুরুষরা বাধা দেয়। এ সময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে।

এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট