গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী প্রকাশনা উৎসব উদযাপন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রæয়ারী) কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ মাঠে এ উৎসব উদযাপন করা হয়।
সরজমিনে দেখা যায়, প্রকাশনা উৎসবে মোট ২ টি স্টল দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জানাতে শিবিরের সমর্থক, কর্মী, সাথী, সদস্য ও উচ্চতর ক্যাটাগরির জন্য আলাদা আলাদা বই দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। এছাড়াও উৎসবে শিবিরের সমর্থক হওয়ার জন্য আলাদা কর্ণার ও বই পড়ার জন্য আলাদা কর্ণার রয়েছে। এই উৎসবে স্থলে আগত শিক্ষার্থীদের জন্য শিবিরের পরিচিতি বিষয়ক বিভিন্ন স্টিকার ও লিফলেট উপহারের ব্যবস্থা রয়েছে।
এদিন সকালে উৎসব স্থল পরিদর্শন করেন গাজীপুর-৫ আসনের জামায়ত মনোনীত সম্ভাব্য প্রার্থী মো. খায়রুল হাসান। এসময় কালীগঞ্জ জামায়াতের আমির মাওলানা মহমুদুল হাসান ও নায়েবে আমীর আফতাব উদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উৎসব দেখতে আসা শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, আমারা বিভিন্ন ধরনের উৎসব দেখে থাকি। কিন্তু এই ব্যতিক্রমী আয়োজন দেখে ভালো লাগছে। একটি ছাত্র সংগঠন এতটা নিয়মতান্ত্রিক ও গোছানো হতে পারে দেখে উৎসাহ জেগেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় এখানে জুলাই বিপ্লবের সকল শহীদদের পরিচিতি ক্যালেন্ডারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। স্টলে ইসলামী চিন্তা চেতনার বই রয়েছে। এতোদিন আমাদের শিবির সম্পর্কে ভুল বুঝানো হয়েছে। কিন্তু এখন দেখছি তারা খুব ভালো কাজ করছেন।
কালীগঞ্জ জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান বলেন, বহুদিনের আকাঙ্খা ছিল এরকম একটি প্রকাশনা উৎসবের আয়োজন করার। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা তা করতে ব্যার্থ হয়েছি। এই উৎসবের মাধ্যমে মেধা ও মননকে বিকশিত করে উত্তম জাতী গঠনে শিবির ভ‚মিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এছাড়াও এই আয়োজনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের আদর্শ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে। ছাত্রশিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। আদর্শ চর্চা ও প্রচারের অন্যতম মাধ্যম হলো প্রকাশনা।
পরিদর্শনকালে গাজীপুর-৫ আসনের জামায়ত মনোনীত সম্ভাব্য প্রার্থী মো. খায়রুল হাসান বলেন, শিবির খুবই চমৎকার একটি আয়োজন করেছে। আমি এই আয়োজনকে সাধুবাদ জানাই। এমন সৃজনশীল আয়োজন বেশি বেশি হওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আমাদের কার্যক্রম শিক্ষার্থী তথা মানব জাতির কল্যাণে কতটা উপযোগী।