টাঙ্গাইলের ঘাটাইলে পিকনিকের উদ্দেশে যাত্রারত ৪টি বাসে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে লুট করা নগদ অর্থ ও মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো, টাঙ্গাইলের ঘাটাইলের আব্দুল খালেকের ছেলে আয়নাল হক (৪১), মোঃ ফজলু, বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও নাসির (৩৫)। আসামিদের দেওয়া তথ্য থেকে অপরাধের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের অভিযান চলমান বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ সুপার মিজানুর রহমান।
গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলের মালিরচালা এলাকায় সড়কে গজারি গাছ ফেলে শিক্ষাসফরে যাওয়ার উদ্দেশে রওনা হওয়া চারটি বাসে ডাকতির ঘটনা ঘটে। এ সময় আসামিরা প্রায় ৫০হাজার টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে নেয়।
আরো জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের ৪টি বাস শিক্ষাসফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিল। পথে সাগরদিঘী-ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এ বিষয়ে ঘাটাইল থানায় মামলা করা হয়।