টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাজনগর লালু মার্কেট সংলগ্ন মারকাযু আজিজুল আল কুরআন ইসলামী মাদ্রাসায় আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৫ মার্চ) রাত সোয়া ১২ টার দিকে মাদ্রাসাটিতে আগুন লেগে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম।
ঘটনার পর আশপাশের লোকজন ছুটে আসলেও কোন লাভ হয় নাই ততক্ষণে আগুন পুরো ঘরে ছড়িয়ে যায়। পরে দমকল বাহিনীকে খবর দিলে ফায়ার সার্ভিস ১ ঘন্টায় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, মাদ্রাসার মেইন সুইচের ইলেক্ট্রিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
মাদ্রাসাটিতে আবাসিক ৭০ এবং অনাবাসিক ৬০ সহ মোট ১৩০ ছাত্র-ছাত্রী এবং ৬ জন শিক্ষক রয়েছেন।