1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত গাজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে নিয়ামতপুরে  বিক্ষোভ মিছিল নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন বদলে গেল পুলিশের লোগো বাদ গেল নৌকা কাশিমপুরে বনের জমিতে ফ্যাক্টরি নির্মাণ,নজরদারি নেই বিট কর্মকর্তার গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বরগুনার বামনায় এসএসসি পরিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ  নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি, নিহত ২

নিয়ামতপুরে গার্মেন্টস কর্মীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে গার্মেন্টস কর্মী স্বামী-স্ত্রীকে মারধর করে ২ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাদের দেশীয় অস্ত্র দিয়ে  মারধর করা হয়। বুধবার (২ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের  কানইল গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে নিয়ামতপুর থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিথী খাতুন নামের ওই ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন কানইল এলাকার আমেদ আলীর ছেলে সোহেল(৩০), জুল্লু সরদারের ছেলে জাহাঙ্গীর (২৮), মৃত আব্দুর রহমানের ছেলে সাগর আলী, সামেদ আলীর ছেলে আরিফুল ইসলাম, মনতাজ আলীর ছেলে মজিবর রহমান (৪০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার(২ এপ্রিল) রাজশাহী জেলার বাগমারা হতে রাত ৮ টার দিকে ভ্যানযোগে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের কানইল শশুর বাড়ি এলাকার কানইল গোরস্থান এলাকায় পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে বিথীর স্বামী নছিব। তাঁর (বিথী) চিৎকারে লোকজন ছুটে আসার আগেই অভিযুক্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

পরে স্হানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন। বিথী খাতুন বলেন, আমাদের পথরোধ করে এমনভাবে লোহার রড দিয়ে মারধর করেছে যাতে মনে হয় আমরা অপরাধী। ঋণ পরিশোধের টাকা ছিনিয়ে নেওয়ায় আমাদের চরম আতঙ্কে দিন কাটছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। তবে ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। তাঁরা বলেন, এ ধরনের কোন ঘটনার সাথে তারা  জড়িত নই।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট