1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
জয়পুরহাট ও কালাই উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ কালাইয়ে যুব সমাজের নৈতিক অবক্ষয়ে কালাই জামায়াতে ইসলামীর যুব সমাবেশ মোস্তাফিজুর রহমান সেলিম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করার আহবান -অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল তালতলীর কড়াইবাড়িয়া বাজারে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই  মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে ফসলি জমি নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের আড়ালে চলছে রমরমা দেহব্যবসা মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৫ লাখ টাকা জরিমানা আদায়

নিয়ামতপুরে খাস পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে খাস খতিয়ানভুক্ত পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের মঙ্গলতাড়া (টিলিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায়  নিয়ামতপুর সহকারী  কমিশনারের  (ভূমি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষের অধিক।

মঙ্গলতাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন একই গ্রামের বাসিন্দা মৃত সাইফুদ্দিন এর পুত্র শরিফুল ও তার ছেলে সুজনের নামে এ অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে শরিফুল ইসলাম আইনের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তিতে থাকা আম গাছ, কদম গাছ, কাঁঠাল গাছ এবং বরই গাছ কর্তন করে।

এ বিষয়ে অভিযোগকারী মো. জাকির হোসেন বলেন, ইতিপূর্বে পুকুর পাড়ে থাকা একটি কদম গাছ অভিযুক্তরা কেটে নিয়েছিল। বিষয়টি তহসিল অফিসে মৌখিকভাবে  অভিযোগ দিলে তারা ভুল স্বীকার করে এবং তহসিল অফিসে কদম গাছটি জমা দিয়ে আসে।

গতকাল শনিবার সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কিছু গাছ কাটার আলামত রয়েছে।

বর্তমানে পুকুর পাড়ে বেশ কিছু গাছ কাটার বিষয়ে অভিযুক্ত শরিফুল এর কাছে জানতে চাইলে গাছ কাটার বিষয় স্বীকার করে তিনি বলেন, এই ১০১ নং দাগের পুকুর ও পাড় আমার বাবার পত্তন নেওয়া আছে।  আগে জানতাম না কিন্তু গত ৫ আগস্টের পর জানতে পারি। এজন্যই আমি গাছ কেটেছি।
এক পর্যায়ে পত্তনের কাগজ দেখতে চাইলে কাগজ নওগাঁ কোর্টে  আছে বলে তিনি এড়িয়ে যান।

নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট