গাজীপুরে কাশিমপুরে এক নং ওয়ার্ড পলাশ হাউজিং এলাকায়, আলহাজ্ব মোহাম্মদ শাহাদত হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল-অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে কাশিমপুর ১ নং ওয়ার্ড পলাশ হাউজিং এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা সহ
তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। এসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
পরে আয়োজিত সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন পেশাজীবি মানুষ।
এসময় তারা বক্তব্যে বলেন, দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন।
গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। এসময় ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।