পঞ্চগড়ের দেবীগঞ্জে একটি ড্রাম ট্রাক সার্ভিসিং করার সময় বৈদ্যুতিক তারের সাথে স্পর্শে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ১জনকে।
আজ সোমবার(২১ এপ্রিল) দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুরে রাংগা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দেবীগঞ্জ রাংগা ফিলিং পাম্প সংলগ্ন আল্লাহরদান ভলকানাইজিং দোকানে একটি ড্রাম ট্রাকের (যশোর ট -১১৫৫৬৪) গ্রীজিং করার সময় ড্রাইভারের ভুলের কারণে উপরে থাকা ৩৩০০০ বৈদ্যুতিক তারের সাথে ড্রাম ট্রাকটির সংযোগ ঘটে। সে সময় ট্রাকের নীচে গ্রীজিং করা অবস্থায় বিদ্যুতায়ীত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেকানিক রুবেল ইসলাম(২১)এর।
পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ বের করেন এবং আহত ড্রাইভার হাবিব(২৮) কে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেন।
নিহত রুবেল ভোলা সদর উপজেলার দক্ষিন রাজাপুরের কালু বারীর ছেলে এবং ভলকানাইজিং দোকানটির সত্তাধীকারী জুয়েলের শ্যালক। সে দোকানটিতে মেকানিক হিসেবে কাজ করতো।
এ ঘটনায় তথ্য সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।