গাজীপুরের কাশিমপুর, ১ নং ওয়ার্ড পলাশ হাউজিং, সেনা ম্যানশন, মোঃ হারুনুর রশিদের বাড়ির একটি কক্ষ থেকে রঞ্জনা নামের একটা মেয়ের মরদেহ উদ্ধার করছে, কাশিমপুর থানার পুলিশ, সোমবার (২১এপ্রিল) দুপুরে। পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।
মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের পলাশ হাউজিং এলাকা থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতর নাম মোছাম্মদ রঞ্জনা আক্তার(২৫) বছর, গ্রামের বাড়ি জামালপুর শেরপুর বটতলা গ্রামের মোহাম্মদ রমজান আলীর মেয়ে, তিনি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন তার দুইটা সন্তানও আছে বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ আরও জানায়,গাজীপুর মহানগরীর পলাশ হাউজিং এলাকায়, তার বাবার সাথেই থাকতেন বলে জানিয়েছেন,অনেকদিন ধরেই নানা বিষয় নিয়ে তাদের পারিবারিক কলহ চলছিল।(২১ এপ্রিল )অনুমানিক ১২ টার দিকে তার নিজ ঘরে, গিয়ে দরজা জানালা বন্ধ করে দেয় রঞ্জনা, পরে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না থাকায় কাশিমপুর থানায় খবর দেয় পরিবারের লোকজন।
এবিষয়ে কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতর মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।