গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, ৭১ পরবর্তী যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, তার ফল ভোগ করেছে কিছু ভাওতাবাজ রাজনীতিবিদরা। তাই, রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী, ভাঁওতাবাজি চিন্তাভাবনার কারনে জনগন গত ১৬ বছরে রাজপথে নামেনি, তরুন ছাত্র জনতাকে বিশ্বাস করেই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মান করার জন্য বুক চিতিয়ে লড়াই করেছে।
আজ শনিবার(২৬এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্ক মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূর আরো বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছে। তাই, ভারতের সাথে গোলামীর সম্পর্ক নয়, ন্যায্যতার সম্পর্ক চাই। অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশে আওয়ামী লীগের কোন ঠাই হবেনা। তিনি এসময় দেশ তথা সমাজের পরিবর্তনের জন্য তরুন ছাত্র সমাজের যোগ্য নেতৃত্বে আস্থা রাখতে সবাইকে আহ্বান জানান।
গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, দলটির মুখপাত্র ও সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, সদস্য হানিফ খান সজীব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ সহ দলটির অন্যান্য কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ।