নওগাঁর ধামইরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ১০ টায় (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. জেসমিন আক্তার। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, পকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, মৎস্য অফিসার আইয়ুব আলী।
কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, খাদ্য নিয়ন্ত্রক মামুন উর রশীদ, শিক্ষা অফিসার রবিউল ইসলাম, তথ্য অফিসার ইসকিতা আফরিন, থানার প্রতিনিধি এস আই ফিরোজ হোসেন প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ও এনজিওদের মাধ্যমে গ্রাম পর্যায়ে সচেতনতা ও অসহায়-দরীদ্র মানুষকে বিনামূল্যে আইন সহায়তা গ্রহন করতে বিভিন্ন ফোরামে আলোচনার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।